আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় একটি জনকল্যাণমুলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের “নারী শক্তি” প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লীর অসহায় নির্যাতিত নারীদের আইনি সহায়তার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে দেওয়া হচ্ছে বিনামূল্যে মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ।
গতকাল বিকেলে শৌলমারী সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দর্জি প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।
তিনি বলেন, নারী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে, নারীরা আর পিছিয়ে থাকবে না। এই দর্জি প্রশিক্ষণের মাধ্যমে আমরা জলঢাকার মা-বোন দের স্বনির্ভর করে তুলতে সহায়তা করবো। তিনি বলেছেন, এ অঞ্চলের নারীদের স্বাবলম্বী করে তুলতে আমরা আমাদের “নারী শক্তি” প্রকল্পের আওতায় নানাবিধ কার্যক্রম চালু করেছি। এই প্রশিক্ষণে দুইটি ব্যাচে ১০০ জন নারীকে দর্জি প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা নিজেরাই তাদের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে পারবে। আমার এ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাল মহন রায়, শিক্ষক অনুকূল রায়, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের বসনু রায়, সুকুমার রায়, মতি বাসন্তী রায়, মিঠুরায়, বাবুল রায় ও স্বপন রায় প্রমূখ।
0 Comments