বিজ্ঞাপন দিন

জলঢাকায় "গনতন্ত্রে তারুণ্য" সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় "গনতন্ত্রে তারুণ্য" সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা সিএলসি হলরুমে শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন এম. আজহারুল ইসলাম দুলাল। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, সমাজকর্মী ও সংগঠক লায়ন হাসান মাহবুব আখতার লোটন, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন ম্যানেজার অজিবর রহমান লেবু প্রমুখ। সঞ্চালনা করেন তামিম ও শিরিন আকতার আশা। এসময় বক্তারা গনতন্ত্র নিয়ে তারুণ্যের প্রশ্ন নিয়ে আলোচনা করে বলেন - আগামী প্রজন্মকে হতে হবে স্মার্ট। দেশপ্রেমের মধ্যে থেকে নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান তারা। আইআইডি এর অর্থায়নে আসমানী সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে ইয়ুথ লিডারশীপ ৩ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন সহ বিভিন্ন পর্যায়ের ৭৫ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments