বিজ্ঞাপন দিন

কবিতা

 


কবিতা

আমি কবি হতে চাই না,
লিখতে চাই না কোন কবিতা
আমি লিখতে চাই না ,
জন মিল্টনের "প্যারাডাইস লস্ট '।


আমি লিখতে চাই না,
জন কিডসের "সেন্ট অ্যাগনেস এর প্রাক্কালে' ,
আমি লিখতে চাই না,
শেকসপিয়রের "ভেনাস অ্যান্ড অ্যাডোনিস' ।


আমি লিখতে চাই না,
ভ্লাদিমির মায়াকোভস্কির "পাতলুন পরা মেঘ" ,
আমি লিখতে চাই না,
শেখ সাদীর "গুলিস্তান" ।


আমি লিখতে চাই না ,
ওমর খৈয়ামের "রুবাইয়াত",
আমি লিখতে চাই না ,
রবীন্দ্রনাথের "গীতাঞ্জলি" ।


আমি লিখতে চাই না,
কাজী নজরুলের "সঞ্চিতা" ,
আমি লিখতে চাই না,
জসিমউদ্দিনের "নকশী কাঁথার মাঠ" ।


আমি লিখতে চাই না,
জীবনানন্দের "বনলতা সেন" ,
আমি লিখতে চাই না,
মাইকেল মধুসূদন দত্তের  "মেঘনাদ বধ" ।


আমি শুধু তোমার জন্য
একটি কবিতা লিখতে চাই,
যে কবিতায় আছে শুধু
একটি শব্দ " ভালবাসি " ।

Post a Comment

0 Comments