আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় এবারের ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে জনসচেতনতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রেতাদের প্রত্যেকের মাঝে বিনামূল্যে লবণ বিতরণের পদক্ষেপ গ্রহণ করেন।
শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার মীরগঞ্জহাটে কোরবানির পশু ক্রেতাদের মাঝে এসব লবণ বিতরণ করতে দেখা গেছে হাট ইজারাদারদের। হাট কমিটির রশিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ইউএনও স্যারের নির্দেশে আমরা হাট কমিটির পক্ষ থেকে কোরবানির গরু ক্রেতাদের হাতে লবণ দিচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, কোরবানির পর চামড়া টা যেন নষ্ট হয়ে না যায়, সে জন্যই মানুষকে সচেতনতার জন্য এ পদক্ষেপ নেওয়া।
0 Comments