মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় তারা ২--১ গোলে গোলমুন্ডা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, গোলমুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, নুরুজ্জামান ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন দল অংশগ্রহণ করছে।
0 Comments