বিজ্ঞাপন দিন

জলঢাকায় পল্লী উন্নয়ন বোর্ড সমবায় সমিতি'র নবনির্বাচিত কমিটির প্রথম অধিবেশন

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি'র ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও পরিচালক বৃন্দের প্রথম অধিবেশন এবং তাদের বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে উপজেলা পল্লী উন্নয়ন ভবন হলরুমে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। উল্লেখ, দীর্ঘ ২৩ বছর পর গত ১৪ মে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় এবং ১৭ জুন ২০২৩ এর নির্বাচনে অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার অধ্যক্ষ আব্দুস সালাম সভাপতি ও আরো ৫ জন ব্যবস্থাপনা কমিটির পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকরা হলেন, রশিদুল ইসলাম, সফিকুল ইসলাম, মশিউর রহমান ও আহনাফ মুত্তাকী।

Post a Comment

0 Comments