মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে প্রাক্তন শিক্ষার্থী ও টেংগনমারী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল আখতার রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ইউএনও আব্দুল জলিলের ছেলে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, রংপুর (ডিসিএ) এর অডিট এন্ড একাউন্টস অফিসার ফেরদৌস আলম খাঁন, কুড়িগ্রাম জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম, ডাঃ ফ্রুবেল, লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন কবির হিমু, সহকারী অধ্যাপক তাহমিদুর রহমান বাদল, কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক তানজেউর রহমান লিটন, সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ খন্দকার মোঃ আরিফ হাসনাত ও বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম। ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে বক্তারা সুবিধাজনক সময়ে আরো বড় পরিসরে মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীগন অংশগ্রহণ করে।
0 Comments