ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় আগুনে স্বপ্ন পুড়ে ছাই হয়েছে ৩ মনিহারী ব্যবসায়ীর। শনিবার (৮জুলাই) রাত ১১ টায় পৌরশহরের মনিহারী পট্টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ৩ টি দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মনিহারী ব্যবসায়ী আব্দুর রউফের দোকান থেকে সূত্রপাত হওয়া আগুন নিমিষেই পার্শ্ববর্তী আমজাদ হোসেন ও ছাইফুল ইসলামের দোকানে ছড়িয়ে পড়লে ৩ টি মনিহারীর দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি টিম। পরে পাশ্ববর্তী ডোমার,কিশোরগঞ্জ ও নীলফামারী সদর উপজেলার ফায়ার সার্ভিস টিমসহ মোট ৪ টি ইউনিটের চেষ্টা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ বিষয়ে জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ রিফাত আল মামুন বলেন,অগ্নিকান্ডের স্থান থেকে প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
0 Comments