বিজ্ঞাপন দিন

জলঢাকায় একাধিক মামলার আসামী মাদক সম্রাট লেলিন গ্রেফতার



জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ  

নীলফামারীর জলঢাকায় শনিবার দুপুরে একাধিক মামলার আসামী মাদকস¤্রাট লেলিন ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে থানাপুলিশ। তার পিতার নাম মোফাজ্জল হোসেন মেম্বার। বাড়ী চাওড়াডাঙ্গী (দুন্দিবাড়ী) গ্রামে। থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের নেতৃত্বে এসআই আক্তারুজ্জামান, এস.আই গোলজার হোসেন, এএসআই মামুন, এএসআই মাইদুল সঙ্গীয় ফোর্সসহ জলঢাকা থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মাদকসহ সেবনরত অবস্থায় তাকে হাতে-নাতে ধৃত করেন। তার দেহ তল্লাশী করে ২ পুড়িয়া হেরোইন, ২ পিচ ইয়াবা ও ৪ পিচ গাঁজার পুড়িয়া পাওয়া যায়। পুলিশ দুন্দিবাড়ী ব্রীজপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম তাকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক সম্রাট লেলিনের বিরুদ্ধে ২১ টি মাদক ও চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত একজন দুর্দান্ত টাইপের। অনেক কৌশল খাটিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।  



Post a Comment

0 Comments