বিজ্ঞাপন দিন

জলঢাকায় গোলনা ইউপি উপ-নির্বাচন কাল

রাশেদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি নীলফামারী জলঢাকায় ৪ নং গোলনা ইউপি উপ-নির্বাচন কাল ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে। এরেই মধ্যে সব প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রথীসহ সাত জন প্রাথী প্রতীদ্বন্দিতা করছে। গেল কদিন দিন রাতে ভোটারদের ঘুম হারাম করে নির্বাচনী প্রচারণা চালিয়েছে প্রাথীরা। (শনিবার) মধ্যে রাত থেকে বন্ধ হয়েছে সব প্রচার প্রচারণা। উপজেলা রিটার্নিং অফিসার সামসুল আজম জানান ৯টি ভোট কেন্দ্রে ২১ হাজার নয়শত ছিচল্লিস জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার১১ হাজার দুইশত আঠান্ন জন ও মহিলা ভোটার ১০ হাজার ছয়শত আটাসি জন। সোমবার ১৭ জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পযর্ন্ত বিরতিহীন ভাবে ব‍্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। অন্যদিকে উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাচ নং ওয়ার্ডেরও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত আগষ্ট মাসের পাচ তারিখে গোলনা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের চেয়ারম্যান মশিউর রহমান মারা গেলে পদটি শূন্য হয়।

Post a Comment

0 Comments