বিজ্ঞাপন দিন

জলঢাকায় হোসনেয়ারা মা, শিশু এন্ড জেনারেল হাসপাতাল এখন উদ্বোধনের অপেক্ষা ঃ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় উত্তর জনপদের অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবায় অত্যাধুনিক মানের ৫০ শয্যার হোসনেয়ারা মা, শিশু এন্ড জেনারেল হাসপাতালের জন্য নবনির্মিত আব্দুর রাজ্জাক কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। ইতোমধ্যে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা কলেজের বিপরীতে আব্দুর রাজ্জাক কমপ্লেক্স ভবনে অত্যাধুনিক মানের ৫০ শয্যার হোসনেয়ারা মা, শিশু এন্ড জেনারেল হাসপাতাল সহ একই ছাদের নিচে থাকছে আরো ৫টি সেবা মুলক প্রতিষ্ঠান। সামনের মাসেই এর শুভ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজু। তিনি বলেন, প্রতিষ্ঠানটি চালু করা হলে এ অঞ্চলের মানুষকে আর দুরদুরান্তরে যেতে হবেনা। তারা এখান থেকেই পাবেন উন্নতমানের স্বাস্থ্য চিকিৎসা সেবা। উল্লেখ্য, যেসব পদে নিয়োগ দেওয়া হবে, তা হচ্ছে মেডিকেল অফিসার, ম্যানেজার (প্রশাসনিক), হিসাব ব্যবস্থাপক, স্টোরকিপার, মার্কেটিং অফিসার, মেডিকেল এ্যাসিসটেন্ড (স্যাকমো), নার্স সুপারভাইজার, ডিউটি নার্স (ডিপ্লোমা), ওটি নার্স (ডিপ্লোমা, ল্যাব টেকনোলজিস্ট, রেডিও গ্রাফার, কেমিস্ট, রিসিপশনিষ্ট, ওটি সহকারী, ওটি বয়, টেলিফোন অপারেটর, ডাক্তার এটেনডেন্ট, আল্ট্রা সহকারী, ইসিজি সহকারী, অফিস এটেনডেন্ট, ল্যাব এটেনডেন্ট, আয়া, নাইটগার্ড, কুক ও সুইপার। আগ্রহীদের আগামী ২০ জুলাই এর মধ্যে চেয়ারম্যান বরাবরে আবেদন করতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments