বিজ্ঞাপন দিন

জলঢাকায় ২ দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ তৃনমূলের সাহিত্যিকদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ'লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম,  প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন ও জল তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি আসাদুজ্জামান স্টালিন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।

দুই দিনব্যাপী মেলায় দেশের খ্যাতিমান লেখকদের বইয়ের স্টল, প্রবন্ধ পাঠ, লেখক ও পাঠকদের মিলনমেলা, ধারাবাহিক গল্প বলা, কবিতা পাঠ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে আকর্ষনীয় করে তোলে। 

এছাড়াও স্থানীয় কবি অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, লেখক অধ্যাপক শফিকুল ইসলাম, কবি  সিদ্দিক চৌধুরী, কবি নাদিরা মোস্তারি শিখা, কবি লিঙ্কন ও কবি বজলুর রশিদের কবিতা পাঠ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় মেলা ২৮ জুলাই পর্যন্ত চলবে। মেলায় জেলার শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করছে।


Post a Comment

0 Comments