বিজ্ঞাপন দিন

লোকসংগীতে দেশ সেরা রংপুরের মেয়ে ববি



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  দেশব্যাপী প্রতিভা অন্বেষণ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুরের মেয়ে শরিফা বেগম ববি লোকসংগীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলা ও মহানগরের ৭টি বিভাগে ১ম স্থান অধিকারী ১৩৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ববি লোকসংগীত গ বিভাগে অংশগ্রহণ করে। এ উপলক্ষে সোমবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশের প্রতিযোগিদের নিয়ে দু দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী, পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে ববির হাতে ক্রেষ্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বক্তব্য রাখেন একাডেমির সচিব সালাহউদ্দিন 
আহাম্মদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুত্রে জানা যায়, দেশের ৬৪ জেলা ও মহানগর পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ১৩৬৫ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার (৩০ জুলাই) ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। পঞ্চগীতিকবির গান, লোকসঙ্গীত, দেশাত্ববোধক গান, সাধারণ নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি ও একক অভিনয় ৭ টি বিভাগে ২১ ক্যাটাগরিতে দিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শরিফা বেগম ববি বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের সাধুর বাজার এলাকায়। তার এমন সাফল্যে গর্বিত এলাকাবাসী।###

Post a Comment

0 Comments