বিজ্ঞাপন দিন

জলঢাকায় কুখ্যাত ছিনতাইকারী মিঠু গ্রেপ্তার

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় কুখ্যাত ছিনতাইকারী নাহিদ হাসান মিঠুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) গভীর রাতে থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌরশহরের মাথাভাঙ্গা এলাকা থেকে নাহিদ হাসান মিঠুকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে। সে ওই এলাকার মানিকুজ্জামান মানিকের ছেলে। গ্রেপ্তারকৃত মিঠুর বিরুদ্ধে চুরি ছিনতাই,ডাকাতি, হত্যা মামলাসহ ৭ টি মামলা রয়েছে। পরে মিঠুর দেওয়া তথ্যমতে তার সহোযেগী পৌরশহরের বগুলাগড়ী এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ আলমগীর নামে এক গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম বলেন," ছিনতাইকারী মিঠু দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে,তাকে গ্রেপ্তারের পর এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা কমবে বলে আশা করি।'' #

Post a Comment

0 Comments