বিজ্ঞাপন দিন

স্কাউটস এর এআইএস ও মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

 


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় অনলাইন মেম্বারশিপ রেজিষ্ট্রেশন ওরিয়েন্টেশন ও এডাল্ট ইন স্কাউটিং বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) সকালে দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট অফিসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় কমিশনার এডাল্ট ইন স্কাউটিং ( এআইএস) ফেরদৌস আহমেদ। সাবেক আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান, এএলটি এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ ও (এআইএস) মুক্তালাল রায় ঈশোর, মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ও আইসিটি বিষয়ক আঞ্চলিক উপ কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।  উদ্বোধনের পর সকালে মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওরিয়েন্টশনের বিভিন্ন সেশন উপস্থাপন করেন জাতীয় কমিশনার মেম্বারশীপ রেজিষ্ট্রেশন সৈয়দ রফিক আহমেদ ও সহকারী পরিচালক কাজী নাসির উদ্দিন। সেশনে অংশগ্রহণকারী জেলা উপজেলা এডমিন, জেলা সম্পাদকসহ জেলা ও উপজেলার স্কাউটারগণ হাতে কলমে অনুশীলন ও সুপারিশ তুলে ধরেন। মধ্যহ্নভোজের মাধ্যমে ওরিয়েন্টশন কার্যক্রম শেষ হয়। দুপুর ২ টায় শুরু হয় এডাল্ট ইন স্কাউটিং বিষয়ক ওয়ার্কশপ।  ওয়ার্কশপে স্কাউট আন্দোলনে এডাল্ট লিডারদের ভূমিকা, তাদের নিয়োগ, কার্যপরিধি, সেফ ফর্ম হার্ম পলিসি ও আচরণ বিধিমালা বিষয়ে সেশন তুলে ধরেন আঞ্চলিক উপ কমিশনার স্কাউটার মুক্তলাল রায় ঈশোর, উপ পরিচালক আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন। ওয়ার্কশপে জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ উপস্থাপিত সেশনসমূহের বিষয়ে পর্যালোচনা ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
বিকেলে সুপারিশমালা উপস্থাপন শেষে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন জাতীয় কমিশনার মেম্বারশীপ রেজিষ্ট্রেশন সৈয়দ রফিক আহমেদ। ওয়ার্কশপে রংপুর বিভাগের আট জেলা শতাধিক স্কাউটার অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments