বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরশহরের সড়ক উন্নয়নে ঢালাই কাজের উদ্বোধন

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় ২০২২-২৩ অর্থবছরের এলজিসিআরআরপি প্রকল্পের ৩টি প্যাকেজে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ৭টি সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যারপর পৌরশহরের মসল্লা পট্টি সড়কের ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম ও পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম আলেকজান্ডার, কাউন্সিলর রুহুল আমিন, আব্দুল মান্নান ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজের প্রোঃ রফিকুল ইসলাম বাবু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সড়ক উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৩ শত ৭০ টাকা। সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে জলঢাকা পৌরসভাকে মডেল ও স্মার্ট পৌরসভা গঠনের ঘোষনা দিয়ে মেয়র বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার আমলে যতো উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার বিকল্প নেই। তিনি পৌর সভার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করে আরো বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে সরকার এ পৌরসভাকে প্রথম শ্রেনীর পৌরসভায় ঘোষনা করবেন। এর আগে সোনালী ব্যাংক হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত, ডিমলা সড়ক হতে বিএমআই কলেজ পর্যন্ত, ডিমলা সড়ক থেকে মসল্যা পট্রি হয়ে ডালিয়া সড়ক পর্যন্ত, ডোমার -ডিমলা সড়ক হতে বিএমআই হয়ে কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত, সাব রেজিস্টার অফিস সংলগ্ন সালাম কাস্টমস এর বাড়ি হতে জলঢাকা সরকারী ডিগ্রী কলেজ হয়ে ডিমলা সড়ক পর্যন্ত ও ৭নং ওয়ার্ড শাহাবুদ্দিনের বাড়ি হতে মঙ্গলু মাস্টারের বাড়ি পর্যন্ত এসব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

Post a Comment

0 Comments