বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ তৃনমূল পর্যায়ে মানসম্মত ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষে নীলফামারীর জলঢাকায় স্কুল পর্যায়ে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মিরগঞ্জ ইউনিয়নের মিরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় ও প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় স্বাগতিক মিরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয় ২--০ গোলে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ৩টি ভেন্যুতে ৩১ টি স্কুল ফুটবল দল অংশগ্রহণ করছে।

Post a Comment

0 Comments