বিজ্ঞাপন দিন

জলঢাকায় জানো প্রকল্পের এ্যানুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধি: কিশোর-কিশোরীদের পুষ্টির সার্বিক মান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পুষ্টি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখতে নীলফামারীর জলঢাকা উপজেলায় জানো প্রকল্পের এ্যানুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছীট মিরগঞ্জ কামিল মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, এনটিভি নিউজের নিউজ ব্রোডকাস্টার শারমিন নাহার নিলা, রংপুর বিভাগীয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অব সেন্ট্রাল নর্দান এন্ড রিজিওন আশিক বিল্লাহ ও প্রধান শিক্ষক আশেকুর রহমান প্রমুখ। ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন জানো প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পোরসিয়া রহমান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জানো প্রকল্পের ফিল্ড অফিসার ডালিম কুমার রায়। ক্যাম্পেইনে তিনটি স্টলে শিক্ষার্থীরা সবজি বাগান, কিশোর-কিশোরী কর্ণার ও কুকিং ডেমো প্রর্দশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। আলোচনা শেষে বালিকাদের ফুটবল খেলায় বিজয়ী, বিতর্ক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ জেমস শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট, মেডেল, বই ও ট্রফি তুলে দেওয়া হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর সহ-অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প রংপুর ও নীলফামারী জেলায় পুষ্টির মান উন্নয়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।#

Post a Comment

0 Comments