মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে কর্মসুচির শুভ সুচনা করেন স্থানীয় সংসদ সদস্য মেজর অব রানা মোহাম্মদ সোহেল।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রানজিৎ রায় পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক এমপি ও উপজেলা আ'লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপজেলা জাতিয় পাটির সাধারণ সম্পাদক ছাইদার রহমান বুলু, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব বাবু ধনেস্বর রায়, প্যানেল মেয়র রঞ্জিৎ কুমার রায়, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নির্মলেন্দু রায, উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায়, পৌর জাতীয়পাটির সভাপতি আনিছুর রহমান যাদু ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃত্তঞ্জয় রায়।
সভায় বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। জন্মাষ্টমী উপলক্ষে কর্মসুচিতে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।
0 Comments