বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ডাঃ শাহিন সভাপতি ও ডাঃ সোবহান সম্পাদক নির্বাচিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) নীলফামারী জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। এসময় ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন সভাপতি, ডাঃ আব্দুস সোবহান সাধারণ সম্পাদক ও ডাঃ বিশ্বজিৎ কুমার চক্রবর্তী কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারীর স্কাই ভিউ হোটেলে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাঃ ফিরোজ আলম চিনু। প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির প্রধান উপদেষ্টা ডাঃ সৈয়দ মাসুদ হোসেন। সেমিনারে আহবায়ক কমিটি বিলুপ্ত করে নবনির্বাচিত সকল উপজেলা কমিটি বরণ করা হয়। পরে সকলের মতামতের ভিত্তিতে জেলা কমিটি নির্বাচন করা হয়। জেলা কমিটির অন্যান্য পদে যারা আছেন সিনিয়র সহ-সভাপতি- ডাঃ মোঃ আব্দুল মজিদ, সহ-সম্পাদক- ডাঃ তাজেদুল ইসলাম, অর্থ সম্পাদক-ডাঃ মাঈনুল হক, দপ্তর সম্পাদক- ডাঃ তানভিরুল ইসলাম সজীব, মহিলা সম্পাদক- ডাঃ শামীমা আক্তার নির্বাচিত হন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) নীলফামারী জেলা শাখার আয়োজনে সেমিনারে জেলার সকল ডিপ্লোমা চিকিৎসক উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments