বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা প্রশাসন ফুটবলে কাজিরহাট পন্থাপাড়া আলিম মাদরাসার জয়

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ তৃনমূল পর্যায়ে মানসম্মত ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষে নীলফামারীর জলঢাকায় স্কুল পর্যায়ে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৩ অক্টোবর) বিকেলে জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা টাইব্রেকারে ২ -- ০ গোলে ধর্মপাল ইউনিয়নের খেরকাটি উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নিত হয়। 

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। এসময় উপস্থিত ছিলেন কাজিরহাট পন্থাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, খেরকাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেনুর ইসলাম, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, কৈমারী স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শেখ ফজলে রাব্বী মিলন প্রমুখ। খেলা পরিচালনা করেন জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মুকুল হোসেন। সহযোগিতা করেন ফারুক সিদ্দিকী ও আনোয়ার হোসেন। উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে নকআউট পর্বে ১৬ টি দল অংশগ্রহণ করছে।

Post a Comment

0 Comments