জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন জলঢাকার বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। জানা গেছে ১৮ই অক্টোবর বুধবার দিনব্যপি সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় শিশু রাসেলের জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন বড়ভিটা আফজালুল উলুম বহমূখী ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসা, এ সমায় উপস্থিত ছিলেন অধ্যাক্ষ অহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অপর দিকে আলোচনা সভা ও দোয়া মহফিল করেছেন খুটামারা রহমানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় । এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ প্রতিষ্ঠান কর্তৃক পক্ষ। বিন্যাকুড়ি বিপিন চন্দ্র সরকার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রতন কুমার সহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃক পক্ষ। কাঁঠালী এসসি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেনসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। কৈমারী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সবুরসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। খুটামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। শিমুলবাড়ী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পূর্ব খুটামারা মাঝাপাড়া দাখিল মাদ্রাসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার আজিজুল ইসলাম সহ উক্ত মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। খুটামারা নি¤œ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জিয়ায়ুল হক সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ বলেন, আমাদের প্রতিষ্ঠানে শহীদ শিশু রাসেলের জন্মদিনে যথাযতভাবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ছবি অংকন ও দোয়া মাহফিল করে থাকি। ভবিষ্যতেও যেন এরকম আয়োজন করতে পারি আমাদেরকে আপনাদের প্রচারের মাধ্যমে সাহযোগিতা করবেন।
0 Comments