মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি"স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মাথাভাঙ্গা এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এ বি এম সারোয়ার রাব্বী, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক প্রমুখ। এসময় ইউএনও ময়নুল ইসলাম বলেন, আমাদের এসডিজির একটা টার্গেট রয়েছে ২০৩০ এর মধ্যে শতকরা ৮০ ভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে হবে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এজন্য বিষয়টিকে আরো কার্যকর ও সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এই দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব, উদ্দোক্তা ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন
0 Comments