বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী। এসময় বাল্যবিয়েকে না করে শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে বক্তব্য রাখেন, ইউপি সচিব ইউপি সদস্য খাইরুল আজাদ, ইউএসএস ফিল্ড কো অর্ডিনেটর আব্দুর রহিম, মনিটরিং এন্ড ইভল্যুশন জিয়াউর রহমান, টেকনিকাল বকুল চন্দ্র রায়, ইউনিয়ন কমিউনিটি ফেসিলিটেটর রিম্পা রায়, ইউপি সদস্য সুশীল চন্দ্র রায়, তহিদুল ইসলাম, মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, দুর্গাচরণ রায়, জাহানুর রহমান, হাবিবা আক্তার পিউরি, সামছুন্নাহার ফুলমোদিনী রায় ও ইউএসএস নেটওয়ার্ক সদস্য নাছরিন আক্তার প্রমুখ। বক্তারা বলেন, মেয়েশিশুর সব থেকে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাল্যবিয়ে। বাল্যবিয়ের ফলে সিদ্ধান্ত গ্রহণ ও নিজের মতো জীবন যাপন করতে পারে না ওই শিশু। এখনো ১৮ বছর বয়স হওয়ার আগেই ৫১ ভাগ মেয়ের বিয়ে হচ্ছে। সরকারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, আইনের প্রয়োগ, নজরদারি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো গেলে দেশ থেকে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব।

Post a Comment

0 Comments