আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায়
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা এবং ভূমিকম্প সহ অগ্নিকাণ্ড বিষয়ক মোহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনর্চাজ রিফাত ও অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী সহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
0 Comments