বিজ্ঞাপন দিন

জলঢাকায় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্যদের নিয়ে পৌর মেয়রের মতবিনিময় সভা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষে সচেতনতর জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জলঢাকা পৌরসভার আয়োজনে মেয়রের ব্যক্তিগত কার্যালয় চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে মেয়র বলেন, এ সরকার আমলে দেশে যে, উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। তাই আবারো তার সরকারের কোনো বিকল্প নেই। এবারের শারদীয় দুর্গাৎসবে যেনো কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু মৃত্যুঞ্জয় রায়, পৌর কাউন্সিল আবুল বাশার মিন্ট, হাবিবুর রহমান মন্টু, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, ফজলুল হক, রুহুল আমিন, শামছুন্নাাহার শাপলা আক্তার হাফিজুর রহমান ও আলম প্রমুখ। এবারের শারদীয় দুর্গাপূজায় জলঢাকা পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৪টি মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments