বিজ্ঞাপন দিন

জলঢাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্য্যের জয়যাত্রা সমাবেশ



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্য্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী যুবলীগে আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা। তিনি শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌছে গেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকার গঠনের বিকল্প নেই। ইউনিয়ন যুবলীগ সভাপতি হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সহ সভাপতি অধ্যক্ষ একে আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আব্দুল গফ্ফার, নুরুজ্জামান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন ভেন্ডার, সারোয়ার হোসেন সাদের, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শফিকুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা, মীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী, আ'লীগ নেতা আহসান হাবিব সাহেদ, জেলা যুবলীগের সহ সভাপতি মার্জিয়া সুলতানা, জলঢাকা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বাদশা সাবু, মৃণাল বিশ্বাস ও উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহাগ প্রমুখ। পরে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচী সমাপ্ত করা হয়।

Post a Comment

0 Comments