বিজ্ঞাপন দিন

জলঢাকায় সমবায় দিবস পালন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মাথাভাঙ্গা এলাকা পরিদর্শন করে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ, বি, এম, সারোয়ার রাব্বী, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, সোহরাব হোসেন তুহিন, মিজানুর রহমান, গোলাম মোস্তফা মানিক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক রকিবুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সালাম, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, সেকেন্ড অফিসার এসআই উজ্জ্বল হোসেন ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার লুবনা আখতার সরকার। সভায় বক্তারা দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভরতা অর্জনের পরীক্ষিত পদ্ধতি সমবায়ের বিকাশে সমবায় বান্ধব আইন, প্রশাসন ও পরিবেশ নিশ্চিত করার আহবান জানান। এছাড়াও সমবায়ের উন্নয়নে জাতীয় বাজেটে নিয়মিত বরাদ্দ রাখার কথা বলেন তারা। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমবায় সদস্যগণ উপস্থিত ছিলেন।
 

Post a Comment

0 Comments