বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মঙ্গলবার সারাবিশ্বের ন্যায় নীলফামারীর জলঢাকায়ও পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন" এ উপলক্ষে ১৪ নভেম্বর সকালে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জলঢাকা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা করেছে উপজেলা ডায়াবেটিক সমিতি। এর আগে বিনামূল্যে রক্ত পরিক্ষা ক্যাম্প ও জলঢাকা ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম ও উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে থানা মোড় ডায়াবেটিক সমিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, থানার ওসি তদন্ত আব্দুর রহিম, জলঢাকা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সালাম, সমাজসেবক আলতাফ হোসেন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও সাবেক যুবলীগ নেতা সাইফুর রহমান পিকু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এমন এক রোগ, স্বাস্থ্য শিক্ষাই এর প্রধান চিকিৎসা। যথাযথ স্বাস্থ্য শিক্ষা পেলে যে কোন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভর না করেও দীর্ঘদিন ভালভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন। শতকরা ৭০ ভাগ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। ইচ্ছে থাকলেই তা প্রতিরোধ সম্ভব। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও মহামারী আকারে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সচেতনতা কোনো বিকল্প নেই।

Post a Comment

0 Comments