মর্তুজা ইসলাম,
জলঢাকা প্রতিনিধিঃ
“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেট-এর গুরুত্ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় “নারী অধিকার ও অন্তর্ভুক্তি মূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ” শীর্ষক (“যুক্ত”) প্রকল্পের আওতায় দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, উপজেলা সিএসও সভাপতি ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও মানব কল্যাণ পরিষদের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াসিন আলী প্রমুখ। এসময় চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য তিনি সর্বত্র ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণে। এসময় র্যালী আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং নাটক মঞ্চায়ন করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় মানব কল্যাণ পরিষদের আয়োজনে মেলায় ৬টি দপ্তর তাদের স্টলে বিভিন্ন কর্মকান্ড প্রদর্শণ করেন।
0 Comments