আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সরকারি ও বে-সরকারি এবং প্রাইভেট সেক্টরের সাথে সমন্বয়ে ইযুথ লার্নিং সেন্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে প্লানের সিএলসি কনফারেন্স রুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় সরকারি ও বেসরকারি এবং প্রাইভেট সেক্টরের সমন্বয়ে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, নীলফামারী টিটিসি'র প্লেসমেন্ট অফিসার রশিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার লুবানা আক্তার, উদয়াঙ্কুর সংস্থা ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর জামিল, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রহিম, ওয়াই এলসি কো-অর্ডিনেটর শামিয়া সুলতানা বাঁধন, টিটিসি ইন্সট্রাকটর মোস্তাফিজুর রহমান, আসমানি সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান শিরিন আক্তার আশা ও ইনোভেশন লিড এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ৩০ জন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
0 Comments