বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৩ মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় তিস্তার তীরবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবকদের আইসিটি দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প- ২০২৩ এর আওতায় আগামী ৩ মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ২৫ নভেম্বর বিকেলে উপজেলার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবু রেজওয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ৩ মাসব্যাপী এই ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব (পিআরএল) আব্দুস সাত্তার সরকার। আবু রেজওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর কোডার্স আইটি ট্রেনিং সেন্টারের পরিচালক জাকির হোসেন, কৈমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদার রহমান মাষ্টার দি মেসেজ ফাউন্ডেশন ও বিপিসিসি'র সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন ও আবু রেজওয়ান ফাউন্ডেশনের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নানামুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে ইন্টারনেট সুবিধা। তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের বহুমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং দেশব্যাপি ইন্টারনেট সংযোগ। বিভিন্নভাবে যুবকদের সামনে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করেছে। পড়াশোনা শেষ করে একটি গতানুগতিক চাকুরীর চেষ্টা, কিংবা বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে পরিবার ও সমাজের কাছে মাথা নত করে থাকার দিন ফুরিয়েছে। এখন সময় এসেছে ঘুরে দ্বারানোর।

Post a Comment

0 Comments