আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে জনগণের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিতে চান উপজেলা আ'লীগের সিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
সোমবার (২৭ নভেম্বর) রাতে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে তিনি বলেন, আমি এখন আর পূর্বের বাহাদুর নেই। যাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, সেসব ভোটার এবং কর্মী সমর্থক ও পৌরসভা সহ আমার উপজেলার ১১টি ইউনিয়নের জনগনদের জন্য তাদের পাশে থেকে কিছু করতে চাই। আপনাদের মতামত পেলে আমি পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করে, চেয়ারম্যান পদ ছেড়ে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো। স্থানীয় আ'লীগের নেতৃবৃন্দের দোষারোপ করে বাহাদুর বলেছেন, আমি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি।
ছাত্র ও যুব রাজনীতি থেকে উঠে এসে আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। আবার উপজেলা আ'লীগের সিঃ সহ সভাপতি হওয়াটা তারা মেনে নিতে পারছেন না। নীলফামারী- ৩ আসনে
আমরা দল থেকে অনেকেই আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তাদের মধ্য থেকে গোলাম মোস্তফা সাহেব পেয়েছেন। তিনি অন্যান্য নেতাকর্মীদের ডাকলেও এখন পর্যন্ত আমাকে একটি ফোনটা পর্যন্ত দেননি। তাই আমি ঠিক করেছি, আপনারা জনগণ আমার সাথে থাকলে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো।
শ্রমিক নেতা পরেশ চন্দ্র কাচুর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী ও সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিকু প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
0 Comments