বিজ্ঞাপন দিন

নীলফামারী- ৩ আসনের নৌকার মাঝি অধ্যাপক গোলাম মোস্তফা'কে পথে পথে ফুলের শুভেচ্ছা



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে নৌকার মাঝি হয়েছেন উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাওয়ায় গনসংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মী সহ তার নির্বাচনী এলাকা জলঢাকার গনমানুষেরা। সোমবার বিকেলে তিনি ঢাকা থেকে রওনা হলে সন্ধায় সৈয়দপুর বিমানবন্দর থেকে নিজ এলাকায় ফেরার সময় তাকে পথে পথে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন এসব মানুষ। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দেশের উন্নয়ন সাধিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনোদিনও সম্ভব হতো না। আর তাই বাংলাদেশে এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। এসময় দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments