বিজ্ঞাপন দিন

জলঢাকায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব পালিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জলঢাকা পৌরসভার চেরেঙ্গা বটতলীতে গ্রেস এন্ড ট্রুথ চার্চের গির্জায় বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। গ্রেস এন্ড ট্রুথ চার্চের নির্বাহী পরিচালক পাস্টর মোশারফ এর সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় যীশু খ্রিষ্টের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র রঞ্জিৎ কুমার রায়, ডিএসবি'র এসআই আজহারুল ইসলাম, চেরেঙ্গা বটতলি গ্রেস এন্ড ট্রুথ চার্চের আব্দুল ওয়াহাব, আমরুল বাড়ি নিউ লাইফ চার্চের পাস্টর মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায়, নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ চার্চের পাস্টর নরেন ও কৈমারী ফতেপাড়া (খলান) গ্রেস এন্ড ট্রুথ চার্চের ইন্দ্রজিৎ রায় প্রমুখ। আলোচনা শেষে উপহার বিতরণ এবং খ্রিস্ট ধর্মানুসারীরা বিশেষ প্রার্থনা মিলিত হন। এর আগে কালির থানে চেরেঙ্গা নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ ও আমিরুল বাড়ি নিউ লাইফ চার্চ সহ উপজেলার বেশ কয়েকটি চার্চে এ বড়দিনের উৎসব পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ খ্রীস্টান ধর্মাবলম্বী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments