বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৭ দিনব্যাপী নতুন কারিকুলাম প্রশিক্ষণ সম্পন্ন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে ৭ দিনব্যাপী ‘শিক্ষাক্রম বিস্তরন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, প্রধান শিক্ষক আশেকুর রহমান ও উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম। এসময় জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান জানান, আগামী প্রজন্মকে দক্ষ অভিজ্ঞ জনশক্তিতে রুপান্তরিত করতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৮ম-৯ম শ্রেণীর নতুন কারিকুলামের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যা ১৮ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণের জন্য ৪দিন বিরতি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষক ১০ টি বিষয়ে উপজেলার স্কুল মাদরাসার প্রায় ১ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেন।

Post a Comment

0 Comments