জল ডেস্ক : নীলফামারীর জলঢাকায় বিজয় দিবস উপলক্ষে"ভোরের পাখি কিশোর ও কিশোরী ক্লাবের "আয়োজনে ও আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় আজ দুপুর ১২ ঘটিকায় ৪ নং ওয়ার্ড মাঝাপাড়া পশ্চিম খুটামারায় চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন,"আলোকিত সমাজ কল্যাণ সংস্থার" নির্বাহী পরিচালক মোঃ ওয়াহেদুজ্জামান বাবু ,রোকসানারা আখতার সহকারী শিক্ষক কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ," ভোরের পাখি কিশোর ও কিশোরী ক্লাবের " সদস্য ও উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । উক্ত অনুষ্ঠানে মহিলাদের মধ্যে বালিশ খেলা ও প্রবীণদের মধ্যে হাড়িভাঙ্গা খেলার আয়োজন ছিল ।
0 Comments