বিজ্ঞাপন দিন

জলঢাকায় হাফেজ ছাত্র ও শীতার্ত মানুষের মাঝে এস এসসি ৯৫ ব্যাচ এর পক্ষ থেকে কম্বল বিতরণ



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ উত্তরের জেলা নীলফামারীতে তাপমাত্রা কমে যাওয়ার ফলে বেড়েছে শীতের তীব্রতা। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর এখন চেপে বসেছে শীত। প্রচণ্ড এ শীতে ঠিকমত কাজে যেতে পারছেন না তিস্তার তীরবর্তী জলঢাকা পৌরসভা সহ উপজেলার সবকটি ইউনিয়নের নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষ। গতবছরের তুলনায় এবারে নতুন বছরের শুরু থেকে শীতের তীব্রতা বেশি হলেও নতু বছরে দাদা সংস্থাদের তেমন কোনো শীতবস্ত্র বিতরণ চোখে পড়েনি। 

ফলে শীতার্ত এসব অসহায় মানুষের কথা ভেবে গতকাল রাত হতে জলঢাকা উপজেলার এসএসসি ৯৫ ব্যাচ এর পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ শীতার্ত মানুষের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। 


কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ ও তার এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু মোশফেকুর মিজু, বজলুর রশিদ, জিয়াউর রহমান লিংকন, জাকারিয়া বাবু, জাহেনুর রহমান, বাবু চৌধুরী, পায়েল, ফেরদৌস আলম, ডাঃ রঞ্জিত বিশ্বাস, মোতাহারা ও শ্যামলী সহ আরো অনেকে।

Post a Comment

0 Comments