মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠান শেষে ৩১ টি ইভেন্টে ৭২ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুর রহমান, জ্যোতিষ চন্দ্র রায়, আশেকুর রহমান, রোকনুজ্জামান চৌধুরী রোকন, আব্দুল বাকি, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, বেলাল হোসেন, কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, সুপার মহসিন আলী ও এছাহাক আলী প্রমুখ। এবারের আসরে ক্রিকেট ও ব্যাটমিন্টন এককে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভলিবলে টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩১টি ইভেন্টে ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
0 Comments