বিজ্ঞাপন দিন

জলঢাকায় "জন্মভূমি" কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কবি গীতিকার, শিল্পী, নাট্যকার, মেধাবী অভিনেতা, সমাজসেবক, ত্যাগী রাজনৈতিক বৃক্তিত্ব ও সাবেক স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা কবি ইঞ্জিনিয়ার ফজলুল হক এর "জন্মভূমি" কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে জলঢাকা প্রেসক্লাবে কবি ইঞ্জিনিয়ার ফজলুল হকের সভাপতিত্বে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল। এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদা হক স্মৃতি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, উপজেলা স্কাউটস এর সম্পাদক ও জলঢাকা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মর্তুজা ইসলাম, জলঢাকা প্রেসক্লাবের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স, রিপোর্টাস ইউনিটির সভাপতি মৃত্তঞ্জয় রায়, জলতরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক তইবুর রহমান সেলিন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন ও বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন প্রমুখ। এসময় কবি ফজলুল হক বলেন, স্বাধীনতার স্বপক্ষে লেখা আমার কবিতার বইটি নতুন প্রজন্মকে স্বাধীনতা সম্পর্কে নতুন করে জাগিয়ে তুলবে। জলতরঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments