বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসুর রহমান, প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়, ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম, আহমেদ হোসেন ভেন্ডার, আবু তাহের ও গোলাম মোস্তফা মানিক প্রমুখ। এসময় বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments