ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
সংবর্ধনা অনুষ্ঠানের স্টেজে পৌঁছাতে দেখা মেলে সাবেক শিক্ষিকার। দেখার শুরুতে পা ছুয়ে সালাম করে বুকে জড়িয়ে ধরেন প্রাক্তন ছাত্র ও বর্তমান জাতীয় সংসদ সদস্য।নীলফামারীর জলঢাকায় প্রতিষ্ঠানের সাবেক ছাত্র জাতীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমনি দৃশ্য চোখে পড়ে।
পরে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিনিয়র সহকারী শিক্ষিকা সাবিনা আক্তার পাপড়ির পাঠপ্রদান নিয়ে একাধিকবার প্রসংশা করায় কেঁদে ফেলেন সাবিনা আক্তার পাপড়ি।শনিবার (৩ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-৩ জলঢাকা আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যালয়ের সাবেক ছাত্র সাদ্দাম হোসেন পাভেল।
এছাড়াও
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ আব্দুল গফফার,সাবেক শিক্ষক আলমগীর ইসলাম,সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রোকনুজ্জামান চৌধুরী, শিক্ষক আব্দুল্লাহ,প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্যকে সংবর্ধনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 Comments