বিজ্ঞাপন দিন

জলঢাকায় এমপি পাভেলের সংব*র্ধণা অনুষ্ঠিত

 



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং নীলফামারী ৩ জলঢাকা আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্ধীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। এর আগে এমপি পাভেল কে স্কুলের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, স্কুলের সাবেক প্রধান শিক্ষক জমশেদ আলী, লুৎফর রহমান, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল, উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম, সহকারী শিক্ষক মিটুল চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্তঞ্জয় রায়, লাভলুর রশীদ প্রমুখ। এসময় এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করে চলেছে। এজন্য তিনি সকলকে সরকারের পাশে থাকার আহবান জানান। জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক জনসাধারণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments