এরশাদ আলম, জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধমিত করে কালো পতাকা উত্তলন শেষে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং শপথ বাক্যপাঠ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ এ কে আজাদ,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফফার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম,সহ সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন ভেন্ডার,সারোয়ার হোসেন সাদের, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,জলঢাকা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক তথ্য ও প্রচার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাউদ্দিন কাদের, পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোক্তার হোসেন,
যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবু,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আজম বাদশা সাবু,শ্রমিক নেতা সোহরাব হোসেন, ছাইদুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
0 Comments