বিজ্ঞাপন দিন

জলঢাকায় ইএসডিও প্রকল্পের আওতায় এক সদস্যকে দেড় লক্ষ টাকার অনুদানের চেক প্রদান



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় ইএসডিও পিপিইপিপি (ইইউ) প্রকল্পের আওতায় এক সদস্যকে স্বাবলম্বী করার লক্ষে কৃষি সেবা ও কৃষি পণ্য বিপণন কেন্দ্রের দেড় লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার তার কার্যালয়ে ইএসডিও -পিপিইপিপি(ইইউ) প্রকল্পের আওতায় বালাগ্রাম শাখার মাধ্যমে ওই সদস্যকে ১,৫০,০০০ কৃষি সেবা, কৃষি পণ্য বিপণন কেন্দ্রের এই অনুদানের টাকার চেক প্রদান করেন। এসময় জলঢাকা ইএসডিও -পিপিইপিপি(ইইউ) প্রকল্পের প্রোগ্রাম অফিসার (লাইভলীহুড) মোহাম্মদ জিকরুল হক, এ্যাসিস্টেন টেকনিক্যাল অফিসার শাহজালাল ও আবু আনাস সহ জলঢাকা এবং ডিমলা উপজেলার সকল এটিও গন উপস্থিত ছিলেন। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র বাস্তবায়ন এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফের অর্থায়ন ও কারিগরি সহযোগীতায় অনুদানের টাকার চেক প্রদান হয়।

Post a Comment

0 Comments