বিজ্ঞাপন দিন

জলঢাকায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ



সভা অনুষ্ঠিত মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের টেকসই পেনশন কাঠামোর অন্তভূক্তির লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯মার্চ) সকালে উপজলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কে প্রেজেন্টেশন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম। এসময় ইউএনও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিজের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য পেনশন স্কিমের আওতায় আসার আহবান জানান। এছাড়াও শিক্ষক কর্মচারিদের এই পেনশন স্কিম অন্তর্ভুক্ত করার কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।#

Post a Comment

0 Comments