ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ক্যান্সার আক্রান্ত ২৮ জন রোগীর মাঝে এককালীন ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১ এপ্রিল) সকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রত্যেক রোগীদের মাঝে ৫০ হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্্েরাকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,গোলনা ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী,সমাজসেবা অফিসার কামরুজ্জামান,জলঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
0 Comments