বিজ্ঞাপন দিন

জলঢাকায় সরকারি দাপ্তরিক প্রধান ও ইয়ুথ লার্নিং সেন্টারের লার্নারদের নিয়ে আলোচনা সভা



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সরকারি দাপ্তরিক প্রধান ও ইয়ুথ লার্নিং সেন্টারে লার্নারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩শে এপ্রিল) দুপুরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে সরকারি দপ্তরগুলোর সাথে সংযোগ স্থাপন ও ইয়ুথ লার্নিং সেন্টার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার। পরে সিএলসি কনফারেন্স রুমে সরকারি দাপ্তরিক প্রধান ও ইয়ুথ লার্নিং সেন্টারের লার্নারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসিস্ট্যান্ট স্পন্সরশীপ ম্যানেজার, হাসিনুল কবির, ইউএসএস এর প্রোগ্রাম কো অর্ডিনেটর জমিল, অনুষ্ঠানটি, সঞ্চালনা করেন ইয়ুথ লার্নিং সেন্টারের কো-অর্ডিনেটর শামিয়া সুলতানা বাঁধন, সহযোগীতায় ছিলেন ইয়ুথ লার্নিং সেন্টারের ইনোভেশন লিড ফাতেমা রুমা ও এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার ইয়ুথ লার্নিং সেন্টারের লার্নারদের কার্যক্রম পরিদর্শন করে বেকার যুবদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন চাকরিতে উৎসাহিত করেন।

Post a Comment

0 Comments