বিজ্ঞাপন দিন

ডোমারে এতিম শিশুদের নিয়ে আইএফআইসি ব্যাংকের ইফতার মাহফিল



জল ডেস্ক: নীলফামারীর ডোমারে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার ডি.বি রোড সংলগ্ন ডোমার উপশাখা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্ব ও ট্রানজেকশন সার্ভিস অফিসার মোঃ সোহানুর রহমান শুভ'র সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যাংকের গ্রাহক ও অর্ধশত এতিম শিশু উপস্থিত ছিলেন। মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন নাঈম শাহারিয়ার। এরপর দোয়া ও মোনাজাত শেষে ইফতার সম্পন্ন হয়। ডোমার উপশাখার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানায়, ডোমার উপশাখা বিগত দের বছর যাবত হাজারো গ্রাহকদের সন্তোষজনক সেবা যাচ্ছে এবং ব্যাংকের সেবার মানের দিক থেকে ইতিমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রাহক ও সামাজিক ব্যক্তিবর্গের সাথে আন্তরিকতা বৃদ্ধির লক্ষে এই 'দোয়া ও ইফতার মাহফিল' আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অর্ধশত এতিম শিশু উপস্থিত ছিলেন, যাদের পদচারণা মুখরিত ছিলো পুরো উপশাখা প্রাঙ্গণ।

Post a Comment

0 Comments