বিজ্ঞাপন দিন

জলঢাকায় টি আর কাবিটার চেক বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থবছরের ৩য় পর্যায়ের টিআর ও কাবিটা কর্মসূচির আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় নির্বাচনী এলাকা ভিত্তিক চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে টি আর ও কাবিটা প্রকল্পে ১ শত ৬৩ টি চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। এসময় তিনি বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর পর্যন্ত সমানতালে উন্নয়ন করে চলেছে। এজন্য তিনি সকলকে সরকারের পাশে থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল ও যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক জানান, এবার উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় টিআর ১১৬ টি প্রকল্পে ৭১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা ও ৪৭ টি কাবিটা প্রকল্পে ৮৩ লাখ ৬৫ হাজার ১৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম কিস্তিতে প্রকল্পগুলোর অর্ধেক বরাদ্দ বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments